কোয়ালিটি কন্টেন্ট = লো কস্ট = বেশি সেল = বেশি প্রফিট = ???

যেগুলোর বেসিক আপনি জানলে হয়তো বদলে দিতে পারবেন আপনার বিজনেস পার্ঠান। এটা এমন না যে আপনার বিসনেজকে সোজা থেকে উল্টিয়ে দিবেন। এমন হতে পারে যেটা খরচ কমিয়ে দিতে পারে। আপনার সেল ইনক্রিস করতে পারে। আগে ১০০ ডলার খরচ করতেন এখন ৫০ ডলারেই সেই রেজাল্ট পেতে পারেন।
শুরুতেই কন্টেন্ট নিয়ে কিছু কথা।
অনেকসময় আমরা এডে টাকা খরচ করতে ইচ্ছুক কিন্তু কন্টেন্টে সেইরকম খরচ করতে আগ্রহী না। এটা এই প্লাটর্ফমগুলোর জন্য এটা দুঃখজনক ভুল বলতে পারেন। যদি ভালো কোয়ালিটির কন্টেন্ট আপনার না থাকে তাহলে আপনি সেইভাবে বিড করতে পারবেন না।
বিডটা এমন যে আপনি আপনার কন্টেন্ট এরজন্য ৫ ডলার দিলেন কিন্তু কন্টেন্ট ভালো কোয়ালিটির দিলেন আবার আরেকজন দিলো ১০ ডলার কিন্তু কন্টেন্ট দিলো লো-কোয়ালিটির তাহলে এই অবস্থায় ফেসবুক কাকে তার ফিডে আগে দেখাবে?
ফেসবুক এটাকে একটা মার্কিং করে হিসাবটা এরকমঃ
TV (Total Value) = BID (Cost) *
Estimated (Action Ratio) + ADQ( Add Quality)
এটা গুরুত্বপূর্ণ বেশি এড রানের ক্ষেত্রে এখানে স্কোর যত বেশি হবে নিউজফিডে এড ততবেশি শো হবে।
এভাবেই ফেসবুক প্রতিটা এডভাটাইজারের এডগুলো তার ফিডে দেখাই যা আমরা দেখি প্রতিনিয়ত।
তাই যতকিছুই করুন কন্টেন্টেও ফোকাসিং করুন গুরুত্বের সাথে।
পিক্সেলঃ এটা ফেসবুকের একটা সিসি ক্যামেরা বলতে পারেন। এটা সেটআপ করতে হবে আপনার ওয়েবসাইটে। একজন ভিজিটর আপনার সাইটে কি কি বিহেভিয়ার করছে তা পর্যবেক্ষণ করে। তবে আপনাকে এগুলো কিভাবে সেটআপ করতে হয় জানতে হবে। শুধু পিক্সেল কোড সাইটে ইমপ্লিমেন্ট করে দিলেই আপনার কাজ কিন্তু শেষ না এটা শুধু আপনি একটা প্রক্রিয়া শেষ করলেন মাত্র।
কনভারসন এপিআই (CAPI): এটার আগের নাম ছিল “সার্ভার-সাইড এপিআই” বর্তমানে iOS 14 আপডেট পাশাপাশি “মোজিলা, ফায়ারফক্স, সাফারি” সহ ব্রাউজার গুলোর ITP ( Intelligent Tracking Prevention) এলগরিদম ব্যবহার করার কারণে সঠিকভাবে ওয়েবসাইটের ইউজার বিহেভিয়ার ট্রাক করা বন্ধ করে দিয়েছে। সবচেয়ে বড় আপডেট যেটা হলো গুগল ব্রাউজার সাইট থেকে ডাটা কালেক্ট করা বন্ধ করে দিয়েছে। যার কারণে সার্ভার-সাইড ট্রাকিং বা কনভারসন এপিআই ই-কমার্স বিসনেজের জন্য অনেক গুরুত্বপূর্ণ।
উপরের সবগুলো স্টেপ যদি আপনি প্রপারলি করেন তারপর আপনি ফ্যানেলিং এর জন্য আপনার প্লান সাজিয়ে কাজ শুরু করতে পারেন। ফ্যানেল এর জন্য আপনাকে লং-টার্ম এর প্লান সাজাতে হবে। হতে পারে ২মাস বা ৩মাস। এই ফানেল যদি আপনি আপনার বিজনেসের গোল অনুযায়ী প্রাপারলি করতে পারেন আপনি আপনার বিজনেসকে অন্য এক মাত্রায় নিয়ে যেতে পারবেন। সেজন্য আপনাকে এইটা এমনভাবে সাজাতে হবে যেন আপনার বিজনেসের সাকসেসটা নিয়ে আসতে পারেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top